রাণীশংকৈলে ১০ হাজারের অধিক কিশোরী পাবে এইচপিভি টিকা

- আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ১০ হাজারের অধিক কিশোরী পাবে এইচপিভি টিকা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার কিশোরীরা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০ হাজার ২৮৭ জন কিশোরীকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(এইচপিভি) টিকা দেওয়া হবে।রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানাযায়,আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত দুই মেয়াদে মোট ১৮ দিন এবিশেষ টিকার কার্যক্রম চলবে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে।
প্রথমপর্যায়ে (২৪ অক্টোবর) বৃহস্পতিবার থেকে শুরু করে ৭ নভেম্বর পর্যন্ত মোট ১০ দিন এ উপজেলায় ২৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৮৬৯ জন পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীদের প্রতিজনকে একডোজ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(এইচপিভি) টিকা প্রদান করা হবে।
দ্বিতীয় মেয়াদে কমিউনিটি পর্যায়ে ৯নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মোট ৮ দিন কিশোরীদের এই টিকা দেওয়া হবে যার পরিমাণ ধরা হয়েছে ৪১৮ জন কিশোরী। তবে কমিউনিটি পর্যায়ে ১৯২ টি কেন্দ্রে (এইচপিভি)টিকা প্রদান করা হবে। এ উপজেলায় ৮ টি ইউনিয়নে ৬৯০ জন ও ১ টি পৌরসভায় মোট ৫৪ জন স্বেচ্ছাসেবী টিকা প্রদান করবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কেন্দ্র নিয়মিত চলবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার ফিরোজ আলম বলেন, মহিলা মা বোনদের জরায়ুমুখে ক্যান্সার থেকে রক্ষা পেতে গুরুত্বারোপ করে বাংলাদেশের সরকার সম্প্রসারিত টিকাদান কার্যক্রমে এইচপিভি টিকা সংযোজন করেছে। এক ডোজ এইচপিভি টিকা নিয়ে জরায়ুমুখ ক্যান্সার রুখে দিতে হবে।
উল্লেখ্য, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত।এই টিকা নিরাপদ এবং কার্যকর। ব্যক্তি উদ্যোগে এই টিকা কিনতে গেলে তিন থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত লাগেবে।