রাণীশংকৈলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
- আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের আয়োজনে ২মার্চ বুধবার রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়াকাস পাটির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ আলোচনা শেষে সহকারি অধ্যাপক সুকুমার মোদক এর পরিচালনায় কেন্দ্রীয়, ষড়ক ও সংগীত বিদ্যালয়ের যোথ পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম৷