রাণীশংকৈলে স্কাউটসের কাউন্সিলে মানিক সম্পাদক-ইয়াকুব কমিশনার
- আপডেট সময় : ০১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে স্কাউটসের কাউন্সিলে মানিক সম্পাদক-ইয়াকুব কমিশনার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে এই কাউন্সিলে ২টি পদে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। সম্পাদক পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন পায় ১৮৮ ভোট। কমিশনার পদে উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি সন্ধারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) রহিমা খাতুন পায় ১২৮ ভোট। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।