রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নাজমুল হোসেন, নিজস্ব সংবাদদাতাঃ রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সংকট, সংগ্রামে, মানবতার সেবায়, সদা জাগ্রত নির্ভীক এই শ্লোগান কে ধারণা করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে, ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা শাখার।
বুধবার (৩০ মার্চ) দুপুর ২ টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা ও উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে নেত্রীবৃন্দ।
সম্মেলনের উদ্ধোধন করেন ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো।অনুষ্ঠানে প্রথম অধিবেশনে উপজেলা ভারপ্রাপ্ত সেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্নাফ হোসেন বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিদিব মোঃ আব্দুস সালাম সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহনান টিটু,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
রাণীশংকৈল উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।
এসময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি সুসংগঠিত সংগঠন প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে তরুণদের দ্বারা সংগঠিত করতে হবে। যারা অতিতে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত তাদের কেই পদে নিয়ে আসতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের তার জবাই করে মারবে। তাই দলকে শক্তিশালী করতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।
সম্মেলনে প্রথম অধিবেশন শেষ করার পর দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য রানীশংকৈল ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতি পদে প্রার্থী ছিলেন নওরোজ কাউসার কানন, সোহেল রানা, মুন্নাফ বাবু এটি এম কামাল উদ্দিন শান্ত, খাদেমুল ইসলাম, আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী আব্দুল্লাহ আল তারেক লিপু, আরথান আলী, আনিসুর রহমান আনসু, জাকারিয়া হাবিব ডন, রুবেল হোসেন,আশরাফুল আলম রিপন,রাজিউর রহমান। গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। পদ প্রার্থীদের মাঝে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে জানা যায়।