রাণীশংকৈলে সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাস কাটার অপরাধে বিজিবি’র হাতে আটক-১

- আপডেট সময় : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাস কাটার অপরাধে বিজিবি’র হাতে আটক-১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাস কাটার অপরাধে নুর ইসলাম নামের এক ব্যক্তিকে আটোক করেছে বালাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। সোমবার ১৬ জুন উপজেলার ধর্মগড় শাহানাবাদ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তর থেকে তাকে আটক করে ধর্মগড় বিওপি সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি’র অধীনে শাহনাবাদ সীমান্তের ৩৭২/৭ মেইন পিলারের আশপাশে বাংলাদেশ অভ্যন্তরে ২০ গজের মধ্যে ঘাস কাটতে গেলে শাহানাবাদ এলাকার সাইফুদ্দিনের পুত্র নুর ইসলাম (৪০) কে আটক করে বালাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) । পরবর্তীতে আটককৃত নুর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যন্স নায়েক রিপন চাকমা । সীমান্তের আশপাশে ঘাসকাটা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যাহার জিডি নং ৭১০।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।