রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাহেব আলী জাম্বু (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বরর্মপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী জাম্বু ঐ এলাকার মৃত জাকারিয়া ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত সাহেব আলীর মেয়ে বন্যা আক্তার বলেন, বাবা রাতে না খাইয়ে শুয়ে পড়েন, ভোরবেলায় নিজ ঘরের বারান্দায় আমি বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করি এবং চিৎকার করে বাড়ির লোকজন কে ডাকাডাকি করি। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত সাহেব আলী জাম্বুর স্ত্রী সোনামুনি গত ১৫ দিন আগে চাকরি করতে বিদেশ (জর্ডান) গেছেন। সাহেব আলীর আত্নহত্যার কোন কারণ জানা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।