রাণীশংকৈলে বিষ পানের পর গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা!

- আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বিষ পানের পর গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বিষ খাওয়ার পর আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে সকিন রায় (৩০) নামে এক যুবক আত্যহত্যা করেছে। শুক্রবার (১০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামে এক আমবাগানে গলায় ফাঁস দিয়ে সে আত্যহত্যা করে। মৃত সকিন রায় উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মংলু রামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকিন রায় সকালে তার বাড়িতে মরিচ তুলছিলেন। পরে নেকমরদ বাজার আসার কথা বলে মীরডাঙ্গী এলাকায় আসেন। এরপর পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করেন। এক পর্যায়ে খবর পান সকিনের লাশ আমবাগানে ঝুলে আছে।
তবে সকিন রায় আট মাসে আগে বিয়ে করেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। নেকমরদ বাজারের এক মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় সে আত্মহরণের পথ বেছে নিয়েছেন বলে জানান, এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সকিন রায় নামে এক যুবককের মরদেহ আমবাগানে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।