রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটো চালকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাজেবকসা ডাকটাটলি গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫নং বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।
নিহত সাদ্দাম হোসেন ২ সন্তানের জনক। বাজেবকসা আমজুয়ান গ্রামের কাচামাল ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান,রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে যায় সাদ্দাম। প্রতিদিনের মত সকালে অটো চার্জার থেকে খুলতে গেলে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
তখন স্থানীয়রা অটো চালক সাদ্দামের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
এ বিষয়ে থানার ওসি এস এম জাহিদ ইকবাল। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া সাদ্দামের লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।