রাণীশংকৈলে বজ্রপাতের সময় হার্টস্টকে এক কৃষকের মৃত্যু

- আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বজ্রপাতের সময় হার্টস্টকে এক কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান কাটতে গিয়ে বজ্রপাতের সময় আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের হার্টস্টকে মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার গাংগুয়া এলাকার এই ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই এলাকার ভুবন আলীর পুত্র। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, আলতাফুর রহমান বুধবার সকালে মাঠে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাতে হলে তিনি হার্টস্টকে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফিরোজ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত ভেবে হাসপাতালের জরুরি বিভাগে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল স্থানীয়রা। তবে ওই ব্যক্তি বজ্রপাতে মারা যাননি। তার মৃত্যু হয়েছে হার্টস্টকে।