রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিননিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীওয়েলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১-জুন) সকাল ১১টায় ৮নং নন্দুয়ারের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউনিয়ন পষিদের চেয়াম্যান আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লব, গেষ্ট অব অনার রাহিম উদ্দিন-উপজেলা শিক্ষা অফিসার, বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসা সীমান্ত কুমার বসাক। মোট ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় হাতে ট্রপি হাতে তুলে দেন অতিথি মহোদয়।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোশরফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বনগাঁও স্কুলের প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন, ফারজানা আক্তারী, সহ শিক্ষক আহসান হাবীব, লাভলী, রেবেকা, আঁখি লিলি, সামিমা নাছরিন, সাবেরা কামাল, শিলা, আজিজার রহমান, সাইফুল ইসলাম প্রমূখ।