রাণীশংকৈলে প্রান্তিক কৃষক কৃষাণী কে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে প্রান্তিক কৃষক কৃষাণী কে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণির মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ভোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত, বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি,জামায়াতে সেক্রেটারি রজব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়্যাল মার্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম শিল্পী,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশিদ আলম শাওন সহ উপকারভোগী কৃষক কৃষাণিরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৯ হাজার ৬ শত ৫০ জন কৃষক কৃষাণির মধ্যে সরিষা, ৪ হাজার ২ শত জন, গম ৪ হাজার জন, ভুট্রা ১ হাজার ৪ শত জন ও পেয়াজ ৩০ জনসহ চীনাবাদাম পাবে ২০ জন কৃষক।