রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি
রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বার্ষিক প্রানিসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুিষ্ঠত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনব্যাপী এ মেলাটি কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোদন করেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদা) ডা: নাসিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আবু শাহানশা ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার প্রমূখ। আলোচনা শেষে খামারিদের মাঝে ৩ টি ক্যাটাগরিতে নগদ পুরুস্কার বিতরণ করা হয়।
প্রদর্শনী মেলায় উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, কচ্ছপ ,বিভিন্ন জাতের কবুতর সহ বিভিন্ন প্রজাতীর দৃষ্টি ননন্দন পাখির ২৫ টি ষ্টল প্রদর্শনী করেছেন।
মেলাটির বাস্তবায়ন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং সহযোগিতা করেছেন প্রাণিসম্পদ ও ডেইরী (এলডিডিপি) উন্নয়ন অধিদপ্তর।
আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করেও বেকারত্ব দূর করা যায়। এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাই সকল বেকার যুবকদের কে ছোট ছোট খামার করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানান।