রাণীশংকৈলে পুলিশিং ডে ২০২১ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি।খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল।বিভিন্ন শ্লোগান ধরাণ করে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায়।
পুলিশিং ডে উপলক্ষে রানীশংকৈল থানা চত্বরে থেকে একটি র্যালী বের হয় র্যালী টি পৌর শহরের উপজেলা চত্বর হয়ে শহরের ভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে থানা চত্বরে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি তোফাজ্জল হোসেন। থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে ও এস আই মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক। সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আহমদ হোসেন বিল্পব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার,ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক নেত্রী বৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সহ সকল পুলিশ সদস্য গ্রাম পুলিশ সদস্য সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এসময় সমাজের বিভিন্ন ধরনের অপরাধ মাদক সমস্যা নিয়ে বক্তরা আলোচনা করেন।থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়েই মাদকের বিরুদ্ধে অভিজান পরিচালনা করতে চান। এবং ওসি সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হয়ে কাজ করার আহব্বান জানান।