রাণীশংকৈলে নৌকায় জাল ভোট দিতে এসে তরুণ আটক
- আপডেট সময় : ০৯:৫৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ইউপি সদস্যের পক্ষে জাল ভোট দেওয়ার সময় আটক হয়েছে এক তরুণ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১১ নভেম্বর কাশিপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের চৌরাস্তা বাজার ইফতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে। ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আটক রবিউল ইসলাম রিপন ইসলাম সাংবাদিকদের নিকট জাল ভোট দেয়ার কথা স্বীকার করে বলেন, আমি নৌকা ও ইউপি সদস্য তাজউদ্দিনের টিউবওয়েল প্রতীকে ভোট দিতে গিয়েছিলাম। সে সময় ফুটবল মার্কার পোলিং এজেন্ট আমাকে ধরে ফেলে। এদিকে ফুটবল প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন (চালাকু)সাংবাদিকদের অভিযোগ করে বলেন এখানে সকাল থেকে প্রকাশ্যে নৌকাও টিউবলের প্রতীকের লোকেরা ব্যালটে সিল মারছে প্রিজাইডিং কর্মকর্তা কে বার বার অভিযোগ করেও কোন লাভ হয়নি। প্রিজাইডিং কর্মকর্তা আবু শাহানশা ইকবাল বলেন, জাল ভোট নিয়ে অভিযোগ সঠিক নয় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য থাকে যে রাণীশংকৈল উপজেলায় ৫ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন চলছে।ভোট গ্রহণ চলবে বিরতি হীন ভাবে বিকাল ৪ টা পযন্ত।