রাণীশংকৈলে নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণা করে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সংগীত ও সমবায় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়। ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক বনার্ঢ্য র্যালী বের করা হয়। আলোচনা শেষে সাবলম্বী ৫ সমিতির মাঝে ক্রেস্ট দেওয়া হয়েছে।
নিবার্হী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার নাসিরউদ্দিন, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মো.বিপ্লব ও সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, পার্ক কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমান, পার্ক কৃষি সমিতির সভাপতি নজরুল ইসলাম, একতা ভাগ্যপণ্য সমবায় সমিতির সম্পাদক আবু হুসাইন, হারি খুরিয়া আশ্রায়ণ-২ সমিতির সভাপতি আমির হোসেন প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার ১১৯টি সমবায় সমিতির সকল সভাপতি সম্পাদক সহ সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকব্ন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা দিলারা বেগম।