রাণীশংকৈলে তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন

- আপডেট সময় : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন
“দেশি ফল খায়,আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য কে ধারন করে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তিনদিন ব্যাপি ফল মেলার ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন শামিমা নাজনীন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান ঠাকুরগাঁও, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়েতের সেক্রেটারি রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মেলায় ৬ টি ফলের স্টল করা হয়েছে এবং স্টলে দেশীয় আম, কলা, লিচু তরমুজ, পেয়ারা, খেজুর, তিন ফল,কাঠাল,সহ বিভিন্ন প্রকার ফলের আয়োজন করা হয়েছে।