রাণীশংকৈলে ডায়রিয়ায় আপন ২ বোনের মৃত্যু!
- আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ২১১ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে শুক্রবার দিবাগত রাতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আপন দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আপন দুইবোন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উপজেলার সন্ধ্যারই গ্রামের বাবুল হোসেনের বাবলী আক্তার (৪) ও বিথি আক্তার (২) নামে দুই শিশু কন্যা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
দুই শিশু কন্যার বাবা বাবুল হোসেন জানায়, তার দুই মেয়ে সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হলে শুক্রবার রাতে তাদের রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্মরত ডাক্তার বিথিকে মৃত ঘোষনা করেন। বাবলীকে ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। ওই রাতেই চিকিৎসারত অবস্থায় বাবলীও মারা যায়।
নার্সের ইনচার্জ সাবিনা ইয়াসমিন জানান, এপর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৭জন রুগীর মধ্যে ২ জন মারা গেছে। হাসপাতালে এখন ৫ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।
ডাঃ হেলাল জানান, হাসপাতালে আসার আগে বিথি মারা গেছে। বাবলী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে।