রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত
জিংক ধানের ভাত খেলে,পুষ্টি মেধা উভয় মেলে এই প্রতিপাদ্য কে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আর্ন্তজাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগাম এর রিএ্যক্টস-ইন প্রকল্পের আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নীতি নির্ধারক এবং প্রকল্প অংশীদারগনের সম্বনয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ড. সালেউদ্দিন আহম্মেদ টিম লিডার এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আর ডি আর এস বাংলাদেশের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম,উপজেলা প:প: কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী, এনামুল হক হেড এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আরডি আর এস বাংলাদেশ, জাকিউল হাসান ডিভিশনাল কোর্ডিনেটর হারবেস্ট প্লাস বাংলাদেশ, এস কে আব্দুল্লাহ উপজেলা খাদ্য কর্মকর্তা, কৃষি দিব মোহাম্মদ শাহীনুর ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ।
আলোচনা সভায় জিংক ধানের গুনাগুন সহ প্রতিটি মানুষের দেহে জিংকের ঘাটতি পুরণ জিংক ধানের মাধ্যমে করা সম্ভব বলে মনে করেন বক্তৃতারা।
রিএ্যক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়াল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রমগুলো আরডিআরএস বাংলাদেশ/ইএসডির এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রণ মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান৭২ ও বিনাধান২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান৭৪, ৮৪, ১০০ ও ১০২ জিংক ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।