রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজের অপরিসীম উদ্যোগ, সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকালে “জাতীয় যুব দিবস ২০২৪” উৎসব মুখর পরিবেশে এক বনার্ঢ্য যুব র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন ও গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
নিবার্হী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম ইএসডিও প্রকল্প সমন্বয়কারী,এডুকো বাংলাদেশ, প্রতিনিধি মোতাহার হোসেন, বিএনপির সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর আমীর মিজানুর রহমান, জামায়াতে ইসলামী সম্পাদক রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক হুমায়ুন কবীর, যুব উন্নয়নের সকল উদ্যোক্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।