রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় “জাতীয় কন্যাশিশু দিবস” ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তার, অধ্যক্ষ মহাদেব বসাক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক শাহাজাহান আলী,বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহবুবা আখতার,সাবেক প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক বিপ্লব, কিশোর কিশোরী ক্লাবের সভাপতি লাকি আক্তার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, ওসির প্রতিনিধি এস আই আনোয়ার হোসেন,ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।