রাণীশংকৈলে চেতনা নাশক স্প্রে দিয়ে ছয় জন হাসপাতালে
- আপডেট সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে চেতনা নাশক স্প্রে দিয়ে ছয় জন হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত সোমবার(২৮ অক্টোবর) সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নয়নপুর(রাঙ্গাটঙ্গী)গ্রামে দিনের বেলায় বাড়ীতে চেতনাশক ঔষধ ছিটিয়ে ৬ জন ব্যাক্তি অসুস্থ হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অসুস্থ ব্যক্তিরা হলেন, উপজেলার নওশাদ ইসলামের ছেলে রায়হান (২৫) ও রাকিব (৩০) রাকিব হাসানের মেয়ে রেশমি (৬)রায়হানের স্ত্রী উর্মি (১৬)রাকিবের স্ত্রী আরজিনা(২২) এবং আব্দুল গফফারের ছেলে নওশাদ (৬০)।
পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে যে যার মতো করে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়।পরে দুপুরের খাওয়ার পর এই ৬ ব্যাক্তি অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন।এর পরে আর ঘুম থেকে না উঠায় স্থানীয়রা টের পেয়ে অসুস্থ অবস্থায় এলাকার লোকজন রাকিবের শাশুড়ীকে খবর দেয়।পরে অটো যোগে রাত ৯ টার দিকে এই ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.আইনাল হক জানান,অচেতন অবস্তায় ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশুসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তাঁরা কিছুটা সুস্থ। তবে ধারণা করা হচ্ছে এটি চেতনাশক ঔষধ বাড়ির আশপাশে স্পে করা হয়েছে।