রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ট্রাক চালকের আত্মহত্যা!
- আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ট্রাক চালকের আত্মহত্যা!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেপারিবারিক কলহের জেরে শফিকুল ইসলাম (৩৫) নামে এক মহেন্দ্র ট্রাকচালক গ্যাস ট্যাবলেট খেয়ে মারা খবর পাওয়া গেছেন। বুধবার রাত দেড় টায় দিনাজপুর মেডিকেল কলেজে নেয়ার পথে শফিকুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের ছেলে হৃদয় হাসান। শফিকুল উপজেলা পদমপুর উত্তরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল তার স্ত্রী রিতা আকক্তার কে, না জানিয়ে সাকিব নামে এক বন্ধুকে ১৯ হাজার টাকা ধার দেয়। এ নিয়ে তার স্ত্রী ও সন্তানের সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
বুধবার (৮ মে) রাত ৯ টায় শফিকুল বাড়ির পাশে হাজ্বী মৌড় থেকে বাড়ি এসে না খেয়ে শুয়ে পড়লে। তার ছেলে ও স্ত্রী ভাত খেতে ডাকলে সে খাবোনা বলে জানিয়ে দেয়।এক পর্যায়ে তার অস্বাভাবিক অস্থিরতা দেখে কি হয়েছে স্ত্রী জিজ্ঞাসা করলে শফিকুল বলে আমি দুটি গ্যাস ট্যাবলেট খেয়েছি।এ কথা জানতে পেরে স্ত্রী রিতা আক্তার পার্শ্ববর্তী মানুষ জন কে ডাকাডাকি করে। এরপর পরিবারের লোকজন সাথে সাথে তাকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। তবে দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে শফিকুল মারা যায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই আসল কারণ জানাযাবে।তবে পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।