সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোনায়েম হোসেন(০১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌরশহরের মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট সন্তান।
স্থানীয়রা জানান, নিহত শিশুটির মা মহলবাড়ি এলাকায় ভূট্রাক্ষেতে ভূট্রা তুলছিলেন। ভূট্রা ক্ষেতের পাশেই ছোট একটি গর্তে বৃষ্টির পানি জমলে সেই গর্তে পড়েই শিশুটি মারা যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানা কর্মকর্তা মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।