রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধা/ক্কা/য় দশম শ্রেণীর শিক্ষার্থী নি হ ত

- আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধা/ক্কা/য় দশম শ্রেণীর শিক্ষার্থী নি হ ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী হৃদয় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধায় উপজেলার পৌর শহরের কুলিক নদীর ব্রীজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং একই উপজেলার পাইলট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা ইউপি সদস্য শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় রাণীশংকৈল পৌর শহর থেকে বাইসাইকেল নিয়ে খঞ্জনা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। বাইসাইকেল নিয়ে কুলিক নদীর ব্রীজ পার হওয়ার সময় হঠাৎ একটি গরু বোঝাই ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এবং রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত স্কুল ছাত্র হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান, হৃদয়ের লাশ ও গরু বোঝাই ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।