রাণীশংকৈলে ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেনটিভকে অপহরণের ঘটনায় গ্রেফতার-৬
- আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেনটিভকে অপহরণের ঘটনায় গ্রেফতার-৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি ইউনানী ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেন্টভিকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অপহরণ কারীদের গ্রেফতার করা হয়। অপহৃত নাজমুল ও শামীম হোসেনের বাড়ি জামালপুর জেলার শাহবাজপুর গ্রামে।
অভিযোগে জানা যায়, মোঃ নাজমুল হোসেন (৩৫) ও মোঃ শামীম হোমেন (২১) নামে ২ ব্যক্তি সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে চাকরি করে। তারা রানীশংকৈলে বিগত এক মাস থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।এদিকে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে তারা ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল থানার রাজবাড়ী দোশিয়া পৌছলে জনৈক রেজাউল করিমের (৩৮) বাসার সামনে অজ্ঞাতনামা ৮/৯ জন ব্যক্তি তিনটি মোটর সাইকেলে করে এসে উল্লেখিত ২ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় এবং ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তৎপর হয়ে উঠে এবং এএসপি (রাণীশংকৈল সার্কেল) মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশি অভিযান শুরু করা হয়।অপহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করে।সেই সাথে অপহরণ কাজে ব্যবহৃত ৩ টি মোটর সাইকেল, ৬ টি মোবাইল ফোন ও ১০,৫০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ভাতগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ জাহিদুর রহমান ওরফে জাহিদ(২৫), ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে মোঃ আঃ রাজ্জাক (২৬), দেওগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ জাফর আলী (৩১) শহরের ঘোষপাড়া মহল্লার আনিছুর রহমানের ছেলে মোঃ শুভ (২৫), বেশুরবাড়ি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে লাবু ইসলাম(২৭) এবং ভাতগাঁও গ্রামের ইউসুফ আলীর ছেলে মোঃ মাহাবুর রহমান(৩০)।
রানীশংকৈল থানার ওসি মুহঃ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন,অপহরনের সংবাদ পেয়ে পুলিশকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করা হয় এবং পুলিশ রাতেই ৬ আসামীকে সনাক্ত করে তাদের গ্রেফতার করে এবং তাদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্দার করা হয়েছে।