রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএসডিও’র সহযোগিতায় “মুজিব র্বষের প্রতিশ্রুতি জোরদার করি র্দুযোগ প্রস্তুতি” এই শ্লোগানে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার
কেন্দ্রীয় হাইস্কুল মাঠে দিবসটি উপলক্ষে দলিত আদিবাসীরা একটি র্যালী বের করে।
র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ঠাকুরগাঁও ইএসডিও-প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী কাজী সেরাজুস সালেকিন,
রাণীশংকৈল ইএসডিও প্রেমদীপ ম্যানেজার খাইরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, সাবেক সভাপতি মোবারক আলী, সহ রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সাব অফিসার মোনায়েম, ফায়ার লিডার মহরম আলী ও তোজ্জামেল হক।
এসময় মানুষকে সচেতন করার লক্ষে ফায়ার সার্ভিসের একটি দল বিভিন্ন মহড়া দেখান। যা করলে সহজেই মানুষ আগুন ও বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পাবে।