রাণীনগরে ৫০ বোতল চোলাইমদ সহ দুই মাদক কারবারী আটক
- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল (সাড়ে ১৭ লিটার) চোলাইমদ সহ জাহানারা বিবি জানু (৪০) ও সাকিল হোসেন (১৯) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এঘটনায় মাদক মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীনগর-সান্তাহার রাস্তার মোড়ের অদুরে গ্রামে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ফিরোজ রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সাকিলকে সাড়ে ১৭ লিটার চোলাইমদসহ আটক করে। সাকিল উপজেলার পূর্ব বালুভরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। অপর দিকে এদিন সকালে মাদক মামলার পলাতক আসামী এলাকার আলোচিত মাদক কারবারী জাহানারা বিবি জানু বাড়ীতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জানুকে গ্রেফতার করে। গ্রেফতার জানু উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। জানুর বিরুদ্ধে এপর্যন্ত ৬টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।