রাণীনগরে ১৫ দিনে ১৪ জনের করোনা সনাক্ত!
- আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে নমুনা পরীক্ষায় বুধবার (১৯ জানুয়ারি) নতুন করে আরো ৫জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে গত ১৫ দিনের ব্যবধানে উপজেলায় নতুন করে ১৪জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হলো।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে রাণীনগর উপজেলার পাঁচ জন এবং পার্শ্ববতি নওগাঁ সদরের দুই জন রয়েছে। গত মঙ্গলবার পাঁচজনের নমুনা পরীক্ষা করে তিন জনের করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এছাড়া এর আগে চলতি মাসে নতুন করে আরো সাত জনের করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এনিয়ে রাণীনগর উপজেলায় বর্তমানে নতুন করে করোনা রোগীর সংখ্যা দারিয়েছে ১৪ জনে। হাসপাতাল সুত্র বলছে, এপর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ৩৯৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৪ জন সুস্থ্য হয়েছেন এবং ৯জন মারা গেছেন। বর্তমানে ১৪ জন নতুন রোগী চিকিৎসাধীন রয়েছেন।