রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ শামিম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) মাদকবিরোধী অভিযান চালিয়ে বেলা ১১টায় উপজেলার নগরব্রীজ এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক শামিম হোসেন উপজেলার চকাদিন উত্তর পাড়া গ্রামের আবুল কালাম কাদেরের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবারই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানান, উপজেলার নগর ব্রীজ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল মমিন এর নেতৃত্বে এএস আই ফিরোজ ও এএস আই আল-আমিন অভিযান চালিয়ে নগর ব্রীজ এলাকা থেকে শামিম হোসেনকে আটক করে। আটককালে তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়া শামিমের বিরুদ্ধে আগের আরো তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।