সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি র্যালী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ২৮১ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ
সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে শান্তি ও সম্প্রীতি র্যালী এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে র্যালী ও প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি র্যালী বের হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু,প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।