সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সাংবাদিক মনোরঞ্জনের বাবা আর নেই
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
রাণীনগরে সাংবাদিক মনোরঞ্জনের বাবা আর নেই
নওগাঁর রাণীনগরে সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের বাবা হারান চন্দ্র সন্ন্যাসী মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শীবের মাধাইমুড়ি গ্রামে নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। এদিন বিকালে উপজেলার করজগ্রাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক মনোরঞ্জনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চ্যানেল এ নিউজ এর নির্বাহী পরিচালক এ এস এম আল-আফতাব খান সুইট, সম্পাদক অধ্যক্ষ সাজেদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন রবিন, যুগ্ম সম্পাদক এম এম মামুন, রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সদস্যবৃন্দ।