সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময়
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময়
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন। বুধবার বিকালে নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সার্বিক তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন। একই সঙ্গে তিনি রাণীনগর উপজেলার কৃষি ও কৃষকদের আরও সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।