রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

- আপডেট সময় : ০২:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক
নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় ডেকে সরিষা ক্ষেতে নিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে। ওই শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। রাতে রাণীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান আদমদীঘি উপজেলার ছতরবাড়িয়া গ্রামের মৃত কাইয়ম উদ্দীনের ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য রাতে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুল মান্নানকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
শিশুর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান সোমবার রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসেন। বিকালে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আব্দুল মান্নান শিশুটিকে সরিষা ক্ষেতে ডেকে নেয়। এরপর সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। আর ভিকটিম শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুরটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল মান্নানকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।