রাণীনগরে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
রাণীনগরে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানগণ এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।