রাণীনগরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন
- আপডেট সময় : ০৩:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালী নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার সরদার আব্দুল ওয়াহেদ, সহকারী কমান্ডার মুসলিম উদ্দিন, চয়েন উদ্দীন সরকার, আয়েজ উদ্দিন, বড়গাছা ইউনিয়ন ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান সহ সাবেক কমান্ডের সকল সহকারী কমান্ডার এবং সকল মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস সরকারিভাবে ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।