রাণীনগরে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা
- আপডেট সময় : ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
রাণীনগরে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, রাণীনগর থানার ওসি তদন্ত সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন, সহকারী কমান্ডার,চয়েন উদ্দীন, নুরল ইসলাম, মুক্তিযোদ্ধা ছামছুর রহমান, ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমূখ।