রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০১:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২। নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত আনিছার প্রামানিককে দুই বছরের সাজাপ্রদান করেন। সাজার পর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার ঘাটাগন এলাকায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছার ঘাটাগন গ্রামের মিয়াজান আলীর ছেলে।
এছাড়া বুধবার রাতে উপজেলার নগর পাঁচুপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে গোলজার হোসেন কে গ্রেপ্তার করা হয়।একটি মামলায় গোলজারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।