রাণীনগরে মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

- আপডেট সময় : ০২:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর, নওগাঁঃ
নওগাঁর রাণীনগর উপজেলা সদরের কালীবাড়ী হাট কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সমগ্রহ দেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকেলে এই উদ্বোধন করা হয়।
অত্র কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়া রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, মন্দির কমিটির সহ-সভাপতি আনন্দ দেবনাথ, সম্পাদক অমল কৃষ্ণ সরকার, কোষাধক্ষ্য প্রদীপ পোদ্দার ও প্রচার সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র , সঞ্চালনায় করেন কৃষ্ণ মহন্ত প্রমূখ।