রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আ.লীগের এক নেতা গ্রেফতার

- আপডেট সময় : ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আ.লীগের এক নেতা গ্রেফতার
নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় সাজাদুল হক মন্ডল ওরফে সাজাদ (৬৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২১ মে) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজাদুল হক মন্ডল সাজাদ উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের মৃত জাছের আলী মন্ডলের ছেলে। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে আওয়ামীলীগ নেতা সাজাদুল হক মন্ডল সাজাদকে গ্রেফতার করা হয়। সাজাদ উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।