রাণীনগরে বিসিপিএ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে “বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন” (বিসিপিএ) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদরের শের-এ বাংলা ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে অর্ধশত শীতার্তদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বিসিপিএ বিভাগীয় চেপ্টার বগুড়া কর্তৃক পরিচালনায় শীতবস্ত্র বিরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমিন্যান্স কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ লি:এর বগুড়ার আরএসএস আব্দুর রহমান।
হেকেম (বাংলাদেশ) লি:এর এক্সিকিউটিভ মেম্বার ও বিসিপিএ এর বিএম সাহাবুল হাসান, জেনেটিকা ইন্ড্রাষ্ট্রিজ লি:এর বগুড়া আরএসএস নূরুল ইসলাম বাদল, এমিন্যান্স এর টেরিটরী সুপার ভাইজার বাবুল হোসেন, হেকেম (বাংলাদেশ) লিঃ এর এসডিও আশাদুল শেখ।
বায়ার ক্রপ সায়েন্স এর টিডিও বিধান কুমার সরকার, অরন্য ক্রপ কেয়ারের এমও মিঠুন হোসেন, সেতু পেষ্টিসাইড লিঃ এর সেলস্ এ্যান্ড মার্কেটিং অফিসার জাকিরুল ইসলাম ও এমিন্যান্স এর টিএফ আসলাম উদ্দীন প্রমূখ।