রাণীনগরে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
রাণীনগরে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত। নওগাঁর রাণীনগর উপজেলার কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রিজাইডিং অফিসার বলেন,নির্বাচনে অভিভাবক সদস্য পদে চার জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৩৬৯ ভোটের মধ্যে ২৯২জন ভোটার ভোট প্রয়োগ করেন। এতে জহুরুল হক রেন্টু ১৫৭ ভোট,আব্দুর রশিদ ১৫৪ ভোট,জনাব আলী ১২৬ ভোট ও মোতাহার হোসেন ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এর মধ্যে মোতাহার হোসেন ও জহুরুল ইসলাম বাদল সম-পরিমান ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে মোতাহার হোসেনকে বিজয়ী ঘোষনা করা হয়। ভোট গ্রহন শেষে ওই চার জনকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।