রাণীনগরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
রাণীনগরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে সন্ত্রাস ভাঙচুর, চাঁদাবাজি, দখলবাজি অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে রাণীনগর বাজারের চৌরাস্তায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আকবর হোসেনের সভাপতিত্বে জনসমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবির।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাস্টার, সদস্য মাহমুদুল হাসান মধু, সদস্য শহিদুল ইসলাম সুইট, বিএনপি নেতা ইয়াকুব আলী মজনু, সুলতান মাহমুদ পলাশ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন, উপজেলা সৈনিকদলের সভাপতি পাভেল রহমান প্রমুখ।
জনসমাবেশে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কর্মী-সমর্থকরা অংশ নেয়।