রাণীনগরে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, দুইজন আটক!
- আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
রাণীনগরে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, দুইজন আটক!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধঃ
রাণীনগরে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, দুইজন আটক! নওগাঁর রাণীনগরে পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে।
শনিবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। আটককৃত সুশিল (৫০) একই গ্রামের মৃত শিবনাথের ছেলে ও মাধরী আটককৃত সুশিলের স্ত্রী।
নিহতের ছোট ভাই অসিত কুমার সরকার জানান, আমার বড় ভাই রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুটি পুকুর আছে প্রতিদিনের মত শনিবার দিনগত রাতে পুকুর দেখতে যান এরপর অনুমান রাত ৩টায় পরিবারের লোকজন জানতে পান রতনের রক্তাক্ত দেহ সুশিল চন্দ্রের বাড়ির কাছে পরে আছে। তারপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃত সুশিলের মা জোসনা জানান, আমার ছেলের স্ত্রী মাধরী (৪২) এবং নিহত রতন সরকারের সাথে দীর্ঘ আট বছর যাবত পরকীয়া সম্পর্ক আছে। এ ঘটনা নিয়ে চার বছর পুর্বে দুই বার গ্রাম বাসি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে বৈঠক হয়েছে এবং তাকে সুশিলের বাড়িতে আসতে নিষেধ করা হয়েছিল তার পরেও সে সকল বাধাকে উপেক্ষা করে প্রতিদিনের মত শনিবার গভীর রাতেও তার বাড়িতে এসে জানালা দিয়ে ডাকলে আমার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে।
রাণীনরগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পরকীয়ার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারী কপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুশিল চন্দ্র ও তার স্ত্রী মাধরীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শনিবার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।