রাণীনগরে দূর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
রাণীনগরে দূর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
রাণীনগর নওগাঁ প্রতিনিধি:
“মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, মুক্তিযোদ্ধা চয়েন উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।