রাণীনগরে তিনটি কলেজে শাখায় ছাত্রদলের কমিটি গঠন

- আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে
রাণীনগরে তিনটি কলেজে শাখায় ছাত্রদলের কমিটি গঠন
নওগাঁর রাণীনগরে তিনটি কলেজ শাখায় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার জেলা ছাত্রদল থেকে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়। রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ, রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের হুমায়ন কবির সভাপতি ও শিহাব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সুরাইয়া আক্তার সভাপতি ও আসফিকা জান্নাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের মো. তৌফিককে সভাপতি ও মোছা. সুরাইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে জেলা ছাত্রদল।
রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে। গত ২০ মে জেলা কমিটি রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজসহ উপজেলার তিনটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন করেছেন। রোববার সেই কমিটি প্রকাশ করেছে। তিনি বলেন, প্রথমবারের মত রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে।