রাণীনগরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
রাণীনগরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার খট্টেশ^র রাণীনগর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজ্জাকির হোসেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি প্রমুখ। এছাড়া সভায় সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।