সংবাদ শিরোনাম ::
রাণীনগরে চুরি মামলায় আতোয়ার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১০২ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে চুরি মামলায় আতোয়ার হোসেন (৩৩) নামে পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আতোয়ারকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানান, সম্প্রতি একটি চুরি মামলার পলাতক আসামী আতোয়ার হোসেন বাড়ীতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এএসআই সোহেল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তাতার করে।
গ্রেপ্তারকৃত আতোয়ার ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে আরো তিনটি চুরি ও একটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।