রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা!
- আপডেট সময় : ০৪:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা! নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে আলহাজ্ব তাহের উদ্দীন (৮৫) ও তার স্ত্রী খোতেজান বিবি (৮০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রোববার দিনগত রাতে উপজেলার করজগ্রাম দোগাছী পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তবে দুর্বৃত্তরা কেন এমন ঘটনা ঘটালো তা স্পষ্ট করে বলতে পারেনি কেউ।
আলহাজ্ব তাহের উদ্দীনের ভাতিজা এমদাদুল হক বলেন, রাত অনুমান পৌনে একটা নাগাদ হঠাৎ করেই চাচা-চাচীর চিৎকার শুনতে পান।এসময় ছুটে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে চাচা-চাচী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। এসময় প্রতিবেশির আরো লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি চাচা তাহের উদ্দীনের বরাদ দিয়ে আরো বলেন, তিনজন দূর্বৃত্ত বাড়ীর প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে। এর পর আলমারি ও বাক্সের চাবি হাতিয়ে নেয়। এসময় দূর্বৃত্তরা তাদেরকে হাতুরি দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে। তবে দুর্বৃত্তের দল টাকা পয়সা বা গহনা নিয়েছে কিনা তা বলতে পারেননি। খবর পেয়ে রাতেই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধ দম্পতির কোন সন্তান নেই। তার প্রায় ২৫বিঘার মতো জায়গা জমি রয়েছে। এসব সম্পদ কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটল কি না বা অন্য কোন ঘটনা আছে কি না তা সুষ্ঠ তদন্ত করে দেখা হচ্ছে।