রাণীনগরে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
- আপডেট সময় : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
রাণীনগরে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
নওগাঁর রাণীনগর উপজেলা ও ছয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের আল-আমিন মাদ্রাসা প্রাঙ্গণে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা জামায়াতে ইসলামী। সম্মেলনে নারী-পুরুষ রোকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা ও উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন খন্দকার ডা. আনজির হোসেন। খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ফারুকে আলম, কাশিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব, পারইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মাওলানা নিজামউদ্দিন ফকির, কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন রোকুনুজ্জামান, একডালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মোস্তফা হাসান, মিরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন সাগর।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তাফা ইবনে আব্বাসসহ অনেকেই।