রাণীনগরে ইউপিতে নব-নির্বাচিত ৯৬ সদস্যের শপথ গ্রহন
- আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ২২৮ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ৮টি ইউনিয়নের নব-নির্বাচিত ২৪জন সংরক্ষিত নারী ও ৭২ জন সাধারণ সদস্য শপথ গ্রহন করেছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন সদস্যরা।
রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত শপথ বাক্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং ৮টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃদন্দ প্রমূখ।
এর আগে গত বৃহস্পতিবার জেলা পরিষদে নব-নির্বাচিত রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৮জন চেয়ারম্যান শপথ গ্রহন করেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।